World It Center In bangladesh

ন্যাশনাল আইটি ইন্সটিটিউটে গ্রাফিক ডিজাইন বিষয়ক ফ্রী সেমিনার।সেমিনারটিতে অংশগ্রহণ করতে রেজিঃ করুন।
রেজিঃ লিঙ্কঃ ন্যাশনাল আইটি ইন্সটিটিউট।
বাংলাদেশের জনসংখ্যার বড় অংশই এখন তরুণ। আর তরুণরাই পারে একটি দেশের অর্থনীতির গতি পরিবর্তন করতে।তথ্য ও প্রযুক্তি সময়টা হল প্রতিযোগিতার।কী পড়াশোনা, কী খোলাধুলা,কী চাকুরী-সব ক্ষেত্রেই কঠিন প্রস্তুতি আর প্রতিযোগিতার মধ্যে দিয়ে আপনার ক্যারিয়ার আপনাকেই গড়তে হবে।সবারই স্বপ্ন থাকে ভালো কর্মক্ষেত্র সৃষ্টি করার।স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার গতি ঠিক রেখে নিজেকে ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য তৈরি করতে হবে।স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের লাইফের পর থেকেই শুরু করতে পারেন আপনার ক্যারিয়ার গঠনের স্বপ্নপথের যাত্রা।এক্ষেত্রে আপনি অনলাইনে বিভিন্ন কাজ করে আপনার ক্যারিয়ার গড়তে পারেন।অনলাইনে ক্যারিয়ার শুরু করতে হলে আপনাকে যে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষ হতে হবে। অনলাইনে অনেক ধরনের কাজ আছে, তার মধ্যে গ্রাফিক ডিজাইন একটি অন্যতম পেশা।আমাদের দেশে অনলাইনে সবচেয়ে বেশি সফল হল গ্রাফিক ডিজাইনে।অনলাইনে গ্রাফিক ডিজাইনারদের জন্য সবচাইতে বেশি মার্কেটপ্লেস রয়েছে, সবচাইতে বেশি কাজও রয়েছে গ্রাফিক ডিজাইন সম্পর্কিত।
গ্রাফিক ডিজাইন সম্পর্কিত বিস্তারিত আলোচনা করতে ন্যাশনাল আইটি ইন্সটিটিউট আয়োজন করতে যাচ্ছে ফ্রী সেমিনার-যা সকলের জন্য উন্মুক্ত। ফ্রী এই সেমিনারটি অনুষ্ঠিত হবে ইংরেজি
১৮ ই ডিসেম্বর ২০১৬,রোজ রবিবার,সন্ধ্যা ৬টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
সেমিনারে আসার জন্য রেজি: লিংক: ন্যাশনাল আইটি ইন্সটিটিউট।
লোকেশন: ন্যাশনাল আইটি ইন্সটিটিউট
ভবন নং ২১ (৩য় তলা), সড়ক নম্বর # ৯/এ, ধানমন্ডি , ঢাকা ।
মোবাইল নং –
০১৯৯০০৫৮৩৪৫।
০১৯৭৭৪৮৮৯১০।
০১৬৮৭০০০২২৮।
০১৭০৩০২১৭০০।


Previous
Next Post »